ভয়াবহ দূর্ঘটনার আশঙ্কা –
ডাকুয়া ডেস্ক।।ঝিনাইদহের শতবর্ষী শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় কঠিন পদক্ষেপ দেখতে চাই। বারংবার নিয়ম ভেঙ্গে অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল বন্ধ জরুরি। এর আগেও ট্রাকের ধাক্কার ভেঙেছে স্কুলের ওভারব্রীজ। এবারের অবস্থা বেগতিক। শৈলকুপার গর্ব দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির এক্ষতি শুধুই আর্থিক ক্ষতি নয় বরং ঐতিহ্যে আঘাতের সামিল। আমরা সাধারণ মানুষ এর দৃষ্টান্তমূলক ন্যায়বিচার আশা করি —