ফরিদপুর বিআরডিবির(পিইপি)সহকারী পরিচালক(প্রশাসন) জাহাঙ্গীর হোসেন দেড়যুগ ন্যায় বিচার থেকে বঞ্চিত।।
সুপ্রিম কোর্টের ফুলবেন্সে শুনানীর অপেক্ষায়
বিআরডিবি কর্তৃপক্ষ নির্দেশ অমান্য করে নিয়মিত আপীল না করায়,,,.
ডাকুয়া ডেস্ক।।ফরিদপুরে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি পিইপি-৫) এর সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ জাহাঙ্গীর হোসেন দেড়যুগ ন্যায় বিচার থেকে বঞ্চিত।তার বদলী সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টের ফুল বেন্সে শুনানির অপেক্ষায় রয়েছে।বিআরডিবি কর্তৃপক্ষ নিয়মিত আপীল না করায় দীর্য দেড়যুগ ঝুলে রয়েছে মামলাটি।২০০৫সালের ৪এপ্রিল বিআরডিবি প্রধান কার্যালয়ের ক্ষমতা না থাকা সত্তেও জাহাঙ্গীর হোসেনকে ঢাকার কাওরান বাজারে অবস্থিত অফিসে বদলী আদেশ দিলে জাহাঙ্গীর হোলেন বদলী আদেশ চ্যালেঞ্জ করে ফরিদপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়েল করেন ৮২|২০০৫।মামলার বিবাদী করেন বিআরডিবির প্রধান কার্যালয়ের মহাপরিচালক,পরিচালক(প্রশাসন) উপ-পরিচালক (প্রশাসন)ও পিইপি-৫ ফরিদপুরের নির্বাহী পরিচালক কে। বিজ্ঞ আদালত শুনানী বদলী আদেশ স্থগিত করে রুল জারী করেন।কিন্তু জাহাঙ্গীর হোসেন যোগদান করলেও তাকে বেতন ভাতা অফিসের দায় দায়িত্ব না দিলে একই আদালতে ৩৩|২০০৫ নং মিস ভাইলেশন মামলা করেন।বিজ্ঞ আদালত ২৪ ঘন্টার মধ্যে বাদী জাহাঙ্গীর হোসেনকে অফিসিয়াল দায়িত্ব দিয়ে আদালত কে অবহিত করার আদেশ দেন।কিন্তু বিবাদীগন অফিসিয়াল দায়িত্ব না দেওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক জুলফিকার আলী খান বিআরডিবির ডিজিসহ সকল বিবাদীদের অফিসিয়াল চেয়ার ও বেতন ক্রোকের আদেশ দেন।এর পরও বাদীকে অফিসিয়াল দায়িত্ব না দিয়ে বিবাদীরা বিজ্ঞ জেলা জজ আদালতে ১৮|২০০৫নং আপীল দায়ের করলে বিজ্ঞ জেলা জজ নিম্ন আদালতের আদেশ স্থগিত করে দেন।পরবর্তীতে মামলার বাদী জাহাঙ্গীর হোসেন মহামান্য হাইকোর্টে ৪১৯৫|২০০৫ সিভিল রিভিশন দায়ের করলে বিজ্ঞ বিচারপতি শুনানি শেষে ফরিদপুর জেলা জজ আদালতের আদেশ/রায় অবৈধ ঘোষনা করে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন।
এর নিম্ন আদালত পুনরায় নির্দেশ দিলে বিবাদীরা সুপ্রীম কোর্টের চেম্বার জজ আদালতে ১৫০|২০০৬ আপীলম মামলা দায়ের করলে বিজ্ঞ চেম্বার বিচারপতি মহামান্য হাইকোর্টের আদেশ স্থগিত না করে সুপ্রীম কোর্টের ফুল বেন্সে নিয়মিত আপীল করার আদেশ দেন।বিবাদীরা অদ্যবধি আপীল জমা দেন নাই।আর বাদী আজ অর্থ অভাবে শুনানীর প্রস্তুতি নিতে পারছে না। জাহাঙ্গীর হোসেন ২০২০সালের ১২ আগষ্ট অবসরে অর্থাৎ চাকরীর বয়স পূর্ণ হয়েছে।অথচ বিআরডিবি কর্তৃপক্ষ তার পাওয়ানাদী প্রদান করেননি।এখন পর্যন্ত আদালত অবমাননার আদেশ বহাল আছে।