অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯০-৯১ সেশনের মেধাবী ছাত্রী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বিরিকয়া গ্রামের সন্তান মুশতারি সুলতানা মিতা ভিকারূননিসা নূন স্কুল এন্ড কলেজ (নিউ বেইলি রোড) এর মূল প্রভাতি সিনিয়র শাখার শাখা প্রধান হিসেবে পদায়ন হওয়ায় সাপ্তাহিক ডাকুয়া পরিবার এক অভিনন্দন বার্তায় মিতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাপ্তাহিক ডাকুয়া পরিবার আশা প্রকাশ করেন সে যথাযথভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করবে।