খুলনা সদর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস আরা’র একাধিক এনআইডি ও স্থায়ী ঠিকানা
ডাকুয়া ডেস্ক!!
ভূয়া ঠিকানায় চাকুরি ও প্রথম যোগদানঃ ফেরদৌস আরা, পিতা- মৃত আবু বকর সিদ্দিক, মাতা- আনজুমন আরা খানম, এনআইডি অনুযায়ি- পৌরসভা ওয়ার্ড নং- ৯, রসুলপুর খাঁ পাড়া, সাতক্ষীরা সদর, সাতক্ষীরার স্থায়ী ঠিকানা ও স্থায়ী নাগরিক সনদপত্র গ্রহণ করে ১৬/০৪/২০০১খ্রি. তারিখে সহকারী শিক্ষক পদে সর্বপ্রথম আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা তে যোগদান করেন। পরবর্তীতে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর সাতক্ষীরা ১২/০৬/২০০৯ খ্রি. তারিখ পর্যন্ত কর্মরত থেকে ঝিনাইদহ সদর উপজেলায় কোন কোটা, প্রথা, সরকারি নিয়মনীতি না মেনে ঝিনাইদহ সদর উপজেলায় বদলি হন।
উদ্দেশ্যপ্রণোদিত বদলীঃ ফেরদৌস আরা সাতক্ষীরা সদর উপজেলা থেকে বদলি হয়ে সহকারী শিক্ষক পদে ঝিনাইদহ সদর উপজেলার পানামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩/০৬/২০০৯খ্রি. তারিখে যোগদান করে ২১/০৪/২০১১খ্রি. তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। উক্ত প্রতিষ্ঠান থেকে ২২/০৪/২০১১ খ্রি. তারিখে কর্মস্থল পরিবর্তন করে পোড়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে ২৮/০১/২০১৪ খ্রি. তারিখ পর্যন্ত কর্মরত থাকেন। ফেরদৌস আরা ২৯/০১/২০১৪ খ্রি. তারিখে ঝিনাইদহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ঝিনাইদহে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নতুন চাকুরিতে যোগদান করে ০৭/০৩/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন।
পিতার / স্থায়ী ঠিকানায় চাকুরি দূর্ণিতি ও মা, বোন-ভগ্নির বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা হয়রানি সহ নানা অভিযোগঃ ফেরদৌস আরা হীনচরিতার্থ প্রদানের জন্য পৈতৃক ঠিকানা- ফেরদৌস আরা (রেনি), পিতা-মৃত আবু বকর সিদ্দিক, মাতা- আনজুমন আরা খানম, বাড়ি-ফাজিলপুর (শৈলকুপা ফাজিল মাদরাসার পূর্ব পার্শ্ব), ওয়ার্ড নং-০৫, শৈলকুপা পৌরসভা, শৈলকুপা-৭৩২০, ঝিনাইদহে ০৮/০৩/২০২২খ্রি. তারিখে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যোগদান করে ০৫/০৮/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত তার জন্মস্থান ও পৈতৃক ঠিকানায় প্রভাব বিস্তার করে বিভিন্ন প্রকার দূর্নীতি, অপকর্ম, মায়ের নামে মামলা, ছোট বোন-ভগ্নির নামে মিথ্যা হয়রানিমূলক বিভিন্ন মামলা ইত্যাদি ঘটনা ঘটীয়ে একপ্রকার তান্ডব চালিয়ে যাচ্ছেন।
একজন ফেরদৌস আরা আর কতগুলো ঠিকানা ব্যবহার করলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও নির্বাচন কমিশন, বাংলাদেশ’র টনক নড়বে??
চাকুরির ঠিকানাঃ ফেরদৌস আরা, পিতা- মৃত আবু বকর সিদ্দিক, মাতা- আনজুওমন আরা খানম, এনআইডি অনুযায়ি- পৌরসভা ওয়ার্ড নং-৯, রসুলপুর খাঁ পাড়া, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে ঝিনাইদহে যোগদান করেন তার ঠিকানাঃ জাতীয় পরিচয় পত্র নম্বর 3727573937, ফেরেদৗস আরা, Ferdous Ara, জন্ম তারিখঃ 1978-12-30 পিতার নামঃ আবু বকর সিদ্দীক, মাতার নামঃআনজুমন আরা খানম, পেশাঃ………রক্তের গ্রুপঃ B+ জন্মস্থানঃ নড়াইল, বর্তমান ঠিকানাঃ বাসা/হোল্ডিংঃ ০০-৭৬-০০, গ্রাম/রাস্তাঃ ফাজেলপুর, মৌজা/মহল্লাঃ ফাজেলপুর , ইউিনয়ন/ওয়ার্ডঃ…, ওয়াড নংঃ ০৫, পোস্ট অফিসঃ শৈলকুপা, পোস্টকোডঃ৭৩২০,উপেজলাঃশৈলকুপা,জেলাঃঝিনাইদহ,অঞ্চলঃখুলনা,বিভাগঃখুলনা।স্থায়ীঠিকানাঃবাসা/হোল্ডিংঃ…গ্রাম/রাস্তাঃমির্জাপুর,মৌজা/মহল্লাঃ…, ইউিনয়ন/ওয়ার্ডঃ…, ওয়ার্ড নংঃ, পোস্ট অফিসঃ কালীয়া , পোস্ট কোডঃ 7520 , উপেজলাঃ কালিয়া ,জেলাঃ নড়াইল ,অঞ্চলঃ খুলনা ,বিভাগঃ খুলনা।
উল্লেখ্য ফেরদৌস আরা শৈলকুপায় কর্মরত থাকাকালীন মা, ছোট বোন-ভগ্নিপতির নামে সময়ে অসময়ে যতগুলি মামলা মোকদ্দমা করেছে তারঁ বর্তমান এন আই ডি অনুযায়ী বর্তমান ঠিকানা ফাজিলপুর হলেও সর্বক্ষেত্রে স্থায়ী ঠিকানা ব্যবহার করে মামলা করেছেন,তবে এখন পর্যন্ত মিথ্যা, হয়রানিমূলক ও বিভ্রান্তিকর কোন মামলার রায় তারঁ পক্ষে নিতে পারেননি। কিভাবে ফেরদৌস আরা তাঁর এনআইডি একাধিকবার পরিবর্তন করতে সক্ষম হলেন তা খতিয়ে দেখা প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং ভূয়া ঠিকানা দিয়ে একাধিক নিয়োগ সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হ’লো।